দুই জেলার তিন কেন্দ্রে আলাদা প্রার্থী, ঘোষণা মতুয়াদের

0
1

এবার রাজ্যের তিন কেন্দ্রে আলাদা প্রার্থী দেওয়ার ঘোষণা মতুয়াদের সংগঠনের। উত্তর চব্বিশ পরগণার দুই কেন্দ্র ও নদিয়ার এক কেন্দ্রে মতুয়া প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করা হল শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন-এর পক্ষ থেকে। মতুয়া সম্প্রদায়ের আধিক্য রাজ্যে যে এলাকায় সেখানে বারবার নির্বাচনে জয়ী হওয়ার পরেও যে বিজেপি সাংসদ ও বিধায়করা কোনও কাজ করেননি মতুয়াদের জন্য, এবার তারই প্রতিফলন ভোটের বাজারে।

প্রাথমিকভাবে উত্তর ২৪ পরগণার বনগাঁ, বারাসাত ও নদিয়ার কৃষ্ণনগরে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল মতুয়াদের সংগঠন শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন। সাংবাদিক বৈঠকে প্রার্থী ঘোষণার বিষয়ে যা বলা হয় সংগঠনের পক্ষ থেকে তা থেকে বোঝা যায় তাঁরা আগে থেকেই প্রার্থীও নির্ধারণ করে রেখেছেন। সম্প্রতি ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে যেভাবে রাস্তায় বের করে দেওয়ার ঘটনা ঘটে তাতে ক্ষুব্ধ মতুয়াদের একটা বড় অংশ।

দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও শান্তুনু ঠাকুর মতুয়াদের দেওয়া প্রতিশ্রুতি রাখেননি। অন্যদিকে দেশের অন্যান্য মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী বড়মা-র সঙ্গে দেখা করে গেলেও তাঁদের প্রাথমিক দাবিগুলি নিয়ে কেউ ভাবেনি। এবার তাই রাজনীতির মঞ্চে প্রকাশ্যে বিরোধিতার বার্তা নিয়ে লোকসভায় লড়াইয়ের ঘোষণা মতুয়াদের।