প্রায় সাড়ে তিন মাস পর ব্যাট হাতে মাঠে নামলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চোট সারিয়ে খেলায় ফিরলেন। তবে দেশের জার্সি নয়, গায়ে MI জার্সি। রবিবারে মুম্বইয়ের ঘরের মাঠে আইপিএল (IPL 2024) খেলতে নামেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। চলতি মরশুমে দলের প্রথম জয়ে কোনও অবদান রাখতে পারেননি ঠিকই, তবে সূর্য ফেরা মানে দলের মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি বলছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট। তবে খেলার জন্য নয় সূর্য শিরোনামে খেলা না দেখার জন্য। নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম তিনটি ম্যাচ সম্পূর্ণ দেখেননি সূর্য! কেন?ব্যাখ্যা দিলেন MI তারকা।

প্রথমে গোড়ালিতে চোট তারপর স্পোর্টস হার্নিয়ার অপারেশন করে সুস্থ হয়ে আবার ব্যাট ধরেছেন মুম্বইয়ের তারকা প্লেয়ার। তিনি ফিরতেই জয়ে ফিরেছে হার্দিকের মুম্বই। কিন্তু SKY নাকি দলের প্রথম তিনটে খেলা সম্পূর্ণ দেখেই উঠতে পারেননি।আইপিএল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার বলেছেন, ”দলের খেলা ঘরে বসে টেলিভিশন দেখা খুব অস্বস্তিকর। খেলা দেখিনি তা নয়। অর্ধেকটা করে দেখেছি। আসলে দ্রুত সুস্থ হতে অনেক নিয়ম মানতে হত সূর্য কুমার যাদবকে (Surya Kumar Yadav)। বেঙ্গালুরুর এনসিএতে ছিলেন তিনি। রাত সাড়ে ১০টার মধ্যে ঘুমিয়ে পড়তে হত। আর আইপিএল ম্যাচ শেষ হতে প্রায় সাড়ে এগারোটা বেজে যায়। তবে খেলা না দেখতে পেলেও নিজের টিমকে সবসময়ই সাপোর্ট করে গেছেন টি টোয়েন্টির এক নম্বর ব্যাটার।








































































































































