মতুয়া গুরুর নামে শপথে বাধা, রাজ্যসভায় ক্ষোভ উগরে দিলেন মমতাবালা

0
1

রাজ্যসভায় বাতিল মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur)শপথবাক্য! কেন? কারণ তিনি মতুয়া গুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে চেয়েছিলেন, তাই থামিয়ে দেওয়া হল মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিকে। এই ঘটনায় সংসদ ভবনের বাইরে এসে নরেন্দ্র মোদি – অমিত শাহদের (Narendra Modi- Amit Shah)বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতাবালা (Mamatabala Thakur)। ভোটের সময় বিজেপি নেতৃত্ব মতুয়াদের নিয়ে বড় বড় কথা বললেও আসলে যে তাঁরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তথা মতুয়া সম্প্রদায়কে সম্মান দেন না তা এদিনের ঘটনায় ফের স্পষ্ট হয়ে গেল বলে এদিন তোপ দাগেন রাজ্যসভার তৃণমূল সাংসদ।

বুধবার রাজ্যসভার সাংসদ পদে তাঁর আরাধ্য দেবতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে গেছিলেন মমতাবালা ঠাকুর। কিন্তু আরাধ্য দেবতার নাম নিতেই তাঁকে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এরপর ফের নতুন করে তাঁকে শপথবাক্য পাঠ করানো হয়। এই সবটাই বিজেপির অঙ্গুলিহেলনে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি। ২০১৪ সালে কপিলকৃষ্ণ ঠাকুর, ২০১৯ সালে শান্তনু ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামেই শপথ নিয়েছিলেন সংসদে। কিন্তু মমতাবালাকে আটকে দেওয়া হল সেটা কি তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে, প্রশ্ন তুলছেন রাজ্যসভার সাংসদ। তাঁর কথায় “সবাই আরাধ্য দেবতার নামে শপথ নেন, কিন্তু আমি পারলাম না। এটা বড় দুঃখজনক। এটা আমাদের সমাজের জন্য সবথেকে কলঙ্কের দিন।” ভারতের প্রধানমন্ত্রী ভোটের আগে বড়মা বীনাপাণিদেবীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন অথচ দিল্লির বুকে মতুয়াগুরুর নামে শপথ নিতে দেওয়া হল না মমতাবালাকে। বিয়য়টিকে ভাল চোখে দেখছেন না মতুয়ারা।