NIA দিয়ে ‘সিধা’, অমিত শাহর প্রচারে উন্নয়ন ছেড়ে ‘হুমকি’!

0
1

লোকসভা নির্বাচনের প্রচারে এসে জলপাইগুড়িতে নরেন্দ্র মোদি ‘চুন চুন কে’ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে গ্রেফতারির হুমকি দিয়ে গিয়েছিলেন। এবার বালুরঘাটে বিজেপির নির্বাচনী প্রচার থেকে একই কায়দায় কেন্দ্রীয় এজেন্সি NIA দিয়ে উল্টো করে ঝুলিয়ে সোজা করার বার্তা দিয়ে কার্যত হুমকি দিয়ে গেলেন। তাঁর নির্বাচনী প্রচারে রাজ্যের মানুষের উন্নয়নের কোনও বার্তা না থাকলেও কীভাবে CAA-র মধ্যে দিয়ে দেশের নাগরিকদের শরনার্থী করে দেওয়া হবে তার সম্পূর্ণ ঘোষণা ছিল।

বুধবার বুনিয়াদপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, খগেন মুর্মুর সমর্থনে প্রচার চালান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রচার সভা থেকে অমিত শাহ দাবি করেন, অসমে সিএএ লাগু করার পর সেখানে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে। বাংলাতেও ১৮ আসন থেকে বাড়িয়ে ৩০ করা হলে একটি পাখিও ঢুকতে দেওয়া হবে না। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উৎখাত করা হবে।

কেন্দ্র সরকারের সিএএ-তে আবেদন করলেই প্রথমে একজন নাগরিককে শরনার্থী হিসাবে নিজেকে পেশ করতে হবে, মুখ্যমন্ত্রী সিএএ লাগু হওয়ার পর থেকেই এই বার্তা দিয়েছিলেন। বুধবার সেই বার্তাকে সমর্থন করে অমিত শাহ বলেন, “নির্ভয়ে যত শরনার্থী আছেন CAA-তে আবেদন করুন। সিএএ-তে আবেদন করলে কারো উপর কোনও মামলা হবে না। সিএএ-তে সবার আবেদন করা দরকার।”

বাংলার মানুষের যে সব সমস্যা নিয়ে রাজ্য সরকার বারবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে, তা নিয়েও কোনও সদুত্তর এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সভা থেকে শোনা যায়নি। উল্টে বাংলার মানুষকে বিপদে ফেলার জন্য যে বারবার কেন্দ্রীয় এজেন্সি এনআইএ রাজ্যে আসবে তা জোরালো স্বরে ঘোষণা করেন দফতরের মন্ত্রী। এমনকি তিনি হুমকির সুরে NIA দিয়ে “উল্টা লটকাকর সিধা কিয়া জায়েগা” বলেও ভয় দেখানোর চেষ্টা করেন।