আজ সেই “অভিশপ্ত” ১০ এপ্রিল, শীতলকুচির শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অভিষেকের

0
1

আজ, ১০ এপ্রিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঠিক এই দিনেই কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন পাঁচজন নিরীহ গ্রামবাসী। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছিল বাহিনী। আজ তিন বছর পেরিয়ে সেই অভিশপ্ত ঘটনা এখনও টাটকা।

শীতলকুচিতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সোশ্যাল মিডিয়ায় তিনি শ্রদ্ধাজ্ঞাপন করেন। ১০ এপ্রিল ২০২১ দিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “১০ এপ্রিল ২০২১ সালের এই দিনেই কোচবিহারের শীতলকুচি বিধানসভার জোরপাটকি গ্রামের আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ১২৬ নং বুথে নৃশংসভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন পাঁচজন নিরীহ মানুষ। এই পাঁচজন শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।”

ওই ঘটনার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি বরাবর বলে আসছি, কেন্দ্রীয় বাহিনী আমার শত্রু নয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রীর কথায় যে চক্রান্ত চলছে, তা আজ প্রমাণ হয়ে গেল। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের গুলি করে মেরে দেওয়া হয়েছে।”