রাজ্যে নির্বাচন (Election) প্রক্রিয়া চলাকালীন বিজেপি (BJP ) নেতাদের প্ররোচনায় কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে দিল্লিতে হেনস্থার শিকার তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবার নির্বাচন সদনে (Nirvachan Sadan) যান তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধিদল। কিন্তু বিজেপির অঙ্গুলি হিলনে কাজ করা নির্বাচন কমিশন (Election Commission of India) কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজ্যের শাসকদলের অভিযোগ মানতে চাননি বলেই জানা যায়। এরপরই তৃণমূলের সাংসদ, নেতারা কমিশনের অফিসের সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসলে কিছুক্ষণের মধ্যেই তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে অমিত শাহের দিল্লি পুলিশ (Delhi Police)। মন্দির মার্গ থানায় ডেরেক ও ব্রায়েন, শান্তনু সেন, দোলা সেন (Dola Sen) সহ তৃণমূল (TMC) প্রতিনিধিদের বিকেল থেকে আটকে রাখা হয়। প্রতিবাদে রাত থেকে থানাতেই ধর্নায় বসেন তাঁরা। সকালেও মন্দির মার্গ (Mandir Marg Police Station) থানাতেই ধর্না দিচ্ছে তৃণমূল। তৃণমূলের ধর্না প্রতিবাদকে সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি।
শান্তিপূর্ণ অবস্থানে ‘নির্লজ্জ হামলা’ শাহের পুলিশের।কেন্দ্রের স্বৈরাচারী সরকার ফের প্রমাণ করল প্রতিবাদের আওয়াজ উঠলেই রাষ্ট্রযন্ত্র দিয়ে তা দমন করা হবে। এর আগেও কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা আদায়ের দাবিতে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন দিল্লিতে রাজ্যের দাবি পেশ করতে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব, তখনও একই ভাবে স্বরাষ্ট্রমন্ত্রকের পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছিল। সোমবারও একই ঘটনার পুণরাবৃত্তি রাজধানীর বুকে। পাঁচ সাংসদ, চার প্রাক্তন সাংসদ সহ দশ নেতৃত্বকে বিনা প্ররোচনায় গ্রেফতার করা হয়।তৃণমূলের পক্ষ থেকে সমান মাঠে খেলার সুযোগের দাবি জানানো হয়। সেই সঙ্গে জলপাইগুড়িতে টর্নেডোয় ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে বাড়ি তৈরিতে রাজ্য প্রশাসনের উদ্যোগে সম্মতির জন্য আবেদন করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। কমিশনের থেকে সদুত্তরের দাবিতে নির্বাচন সদনের বাইরে শান্তিপূর্ণ অবস্থানে বসেন তৃণমূলের পাঁচ সাংসদ সহ প্রতিনিধিরা।আচমকাই সেখানে দিল্লি পুলিশ এসে তৃণমূলের প্রতিবাদের পথ বন্ধ করার চেষ্টা করে। জোর করে সাংসদ ও তৃণমল নেতৃত্বদের পাঁজাকোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। পায়ে আঘাত লাগা সাংসদ দোলা সেনকেও রেয়াত করেনি অমিত শাহের পুলিশ। এরপর প্রিজন ভ্যানে অপহরণ করা হয় তৃণমূল নেতৃত্বদের। প্রথমে বলা হয় তাঁদের মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হবে। পরে সেই প্রিজন ভ্যান অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। এদিন সকালে সাংবাদিকদের দোলা সেন জানান, শান্তিপূর্ণভাবে ধর্না চলছে। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করতেই হবে। তৃণমূল, দিল্লিতে কমিশনের অফিসের বাইরে ধর্না দিতে চেয়েছিল সেখানে তা করতে দেওয়া হয়নি। জোর জবরদস্তি থানায় তুলে নিয়ে আসা হয়েছে। তাই প্রতিবাদ স্বরূপ থানাতেই চলছে ২৪ ঘণ্টার ধর্না অবস্থান।