৭টি বিশালাকার বিধানসভা নিয়ে গঠিত যাদবপুর লোকসভা কেন্দ্রটি। বৈচিত্র্যে ভরা এই হাইভোল্টেজ কেন্দ্র। একদিকে যেমন যাদবপুর, টালিগঞ্জের মতো শরাঞ্চলের ভোটার, অন্যদিকে বারুইপুর, সোনারপুরের মতো শহরতলীও এই কেন্দ্রের আওতায়। আবার ভাঙড়ের মতো শহর ঘেঁষা গ্রামও যাদবপুর লোকসভার মধ্যে। তাই যাদবপুরের প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে গেলে সময় নষ্ট করা যাবে না। এই নীতি মেনে আজ, মঙ্গলবার টালিগঞ্জ এলাকার শান্তিনগর ও কুদ্ঘাটে বর্ণাঢ্য রোড-শো করলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস এবং যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার।

কলকাতা পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের শান্তিনগর হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রায় ৩০০০ দলীয় কর্মী নিয়ে দেড় কিলোমিটার এই রোড-শো শেষ হয় কুদ্ঘাট ওয়ারলেস মাঠে। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে। বর্ণাঢ্য এই রোড শোতে ঢাকি, রণপা, রাজ্য সরকারের প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী সহ এক গুচ্ছ প্রকল্পের লাইভ মডেল। সঙ্গে উৎসাহী কর্মী-সমর্থকদের ভিড়।মেইন রোড থেকে গলি অলিগলি ঘুরল সায়নীর হুড খোলা জিপ। তৃণমূলের দাবি, জয় নিশ্চিত। ব্যবধান বাড়ানোতেই জোর দিচ্ছে তৃণমূল।








































































































































