রাজ্য বিধানসভায় পিএসির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল

0
1

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। গত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে বিজেপির টিকিটে জয়ী হলেও পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দেন। মুকুল রায়, কৃষ্ণকল্যাণীর পর এবার PAC চেয়ারম্যানের দায়িত্ব পেতে চলেছেন সুমন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যেই ফাইলে সই করা হয়ে গেছে।

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান ছিলেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। তাই বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেওয়ায় পিএসির চেয়ারম্যান পদ এখন শূন্য। এই পদেই আসীন হচ্ছেন সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। আলিপুরদুয়ারের বিধায়ক অবশ্য জানিয়েছেন তিনি নিজে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোন অফিসিয়াল চিঠি পাননি। তবে দায়িত্ব পেলে নিষ্ঠার সঙ্গেই তা পালন করবেন।