খিদিরপুরে ইফতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, খুশির আবহে বাসিন্দারা

0
1

প্রতিশ্রুতি মতোই মঙ্গলবার শহরে ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খিদিরপুরের নবাব আলি পার্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। আয়োজন করেছিল ওয়াইএমসিএ। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার, সুব্রত বক্সি । নির্বাচনী প্রচার পর্বের মধ্যেই শহরে ইফতারের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতো তাই নির্বাচনী ব্যস্ততা কাটিয়ে মঙ্গলবার সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি।

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেদের মধ্যে ইফতার অনুষ্ঠানে পেয়ে খুশি নবাব আলি পার্ক এলাকার বাসিন্দারা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্যের যে সব প্রকল্প মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে সেসবের উল্লেখ করে তাঁকে ধন্যবাদ জানান আয়োজক ও স্থানীয় বাসিন্দারা। সেই মুখ্যমন্ত্রীকে নিজেদের মধ্যে ইফতার অনুষ্ঠানে পাশে পাওয়াকেই তাঁরা সৌভাগ্যের বলে দাবি করেন।