জিটিএ শিক্ষক নিয়োগ মামলা সিআইডি-র হাত থেকে সরালো হাইকোর্ট

0
1

জিটিএ-র অধীনে থাকা স্কুলে নিয়োগে রহস্যজনক চিঠির তদন্ত করতে সিবিআই-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সিআইডি (CID)-র হাত থেকে মামলা সরিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ১৫ দিনের মধ্যে চিঠির সত্যতা প্রকাশের নির্দেশ দেন তিনি। রাজ্যে একাধিক মামলা হাতে নিয়ে সিবিআই (CBI) যেভাবে কোনও তদন্তে কোনও অগ্রগতি দেখাতে পারেনি, এবার পাহাড়ের মামলা সেই সংস্থার হাতে যাওয়ায় ফের এক মামলা হিমঘরে যাওয়ার আশঙ্কা তৈরি হল।

পাহাড়ে প্রাইমারি, আপার প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ জানিয়ে একটি চিঠি পান বিচারপতি বিশ্বজিৎ বসু। বেনামী সেই চিঠির পিছনে এবার ধাওয়া করেই তদন্ত হবে পাহাড়ে নিয়োগ মামলায়। সরকারি কর্মীর নাম করে দেওয়া সেই চিঠি আদৌ সত্য কতটা, তার তদন্তেই জোর দিল হাইকোর্ট। চিঠি অনুযায়ী এবার পাহাড়ে নিয়োগ হওয়া ৭০০ শিক্ষকের ভাগ্য নির্ধারণের ভার কলকাতা হাইকোর্টের।