Brakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) চলতি আইপিএল-এ প্রথম হার কলকাতা নাইট রাইডার্সের। এদিন চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হারল শ্রেয়স আইয়রের দল। চেন্নাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সল্ট-নারিন-শ্রেয়স-রিঙ্কুরা। মাত্র ১৩৭ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। জয়ের হ্যাটট্রিকের পর চতুর্থ ম্যাচে হারের মুখ দেখল নাইট ব্রিগেড। চেনাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড।

২) রবিবার আইপিএল-এর ম্যাচে প্রথম জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় পায় হার্দিক পান্ডিয়ার দল। এই ম্যাচে ব্যাট হাতে ৪৯ রান করেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাইতো ম্যাচ শেষে বিশেষ পুরস্কার পেলেন হিটম্যান। দিলেন বিশেষ বার্তাও । যেই ভিডিও প্রকাশ করে মুম্বই।

৩) এক দর্শকের প্রেমে পড়ে যাওয়ার কাহিনি প্রকাশ্যে আনেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। জানালেন, পরে সেই সমর্থকের বার্তা সোশ্যাল মিডিয়ায় খুঁজেছিলেন তিনি। কিন্তু খুঁজে পাননি শ্রেয়স।

৪) ভারতীয় ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কোনও শক্তপোক্ত আইন নেই। আর সে কারণেই এস শ্রীসান্থের মতো ক্রিকেটারদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকলেও তাঁরা ছাড়া পেয়ে যান।ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীসান্থকে এমনটাই বললেন দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার।

৫) বেঙ্গালুরু এফসিকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখে ইস্টবেঙ্গল এফসি। হাতে এখনও এক ম্যাচ বাকি। প্লে-অফে যেতে গেলে শুধু শেষ ম্যাচ জয় নয়, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। যদিও এখন এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। বরং বিএফসি ম্যাচে যে তিন পয়েন্ট এসেছে তাতে খুশি তিনি। এই জয়কে লাল-হলুদ সমর্থকদের উৎসর্গ করেন তিনি।

আরও পড়ুন- প্রথম হার কলকাতার, চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হারল নাইট ব্রিগেড