পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে (Bhupatinagar ) মধ্যরাতে NIA আধিকারিকদের হানার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে, গ্রামবাসীদের হাতে আক্রান্ত NIA- প্রতিনিধি দল। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেছে, ঘটনার আঁচ পৌঁছেছে দিল্লিতেও। তৃণমূলের (TMC ) তরফে বলা হয়েছে লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে বিজেপি- এনআইএ (BJP -NIA) যোগসাজস করে রাজনীতির মাঠ ফাঁকা করতে এই ধরনের পদক্ষেপ করছে। এই আবহে আক্রান্ত কেন্দ্রীয় সংস্থার আধিকারিককে তলব করলো ভূপতিনগর থানার পুলিশ (Bhupatinagar Police Station)।
গ্রামবাসীদের হাতে আক্রান্ত হওয়ার পর থানায় অভিযোগ করে NIA। সেই তদন্তে নেমেই এবার আক্রান্ত আধিকারিককে ডেকে পাঠালো পুলিশ। তাঁকে মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। ভাঙা গাড়িটি ফরেন্সিক পরীক্ষার জন্য আনা হয়েছে থানায়। আগামী ১১ এপ্রিলের মধ্যে আহত এন আই আধিকারিককে তলব করেছে তদন্তকারী পুলিশ অফিসাররা। ঘটনার দিন ঠিক কী হয়েছিল সবটা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই পুলিশ সূত্রে মনে করা হচ্ছে। এর সঙ্গে তিনজন গ্রামবাসীকেও থানায় হাজিরা দিতে বলা হয়েছে।