আজ, মঙ্গলবার দুপুরে হুগলির সিঙ্গুর যাওয়ার পথে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে থেমে গেল তাঁর কনভয়। বলা ভালো, গাড়ি থামালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রিয় নেতার এই পথে যাওয়ার খবর আগে থেকেই পেয়েছিলেন তৃণমূলের কর্মী – সমর্থকরা। তাই কোনা এক্সপ্রেসওয়েতে হাজির হয়েছিলেন তাঁরা। অভিষেকের ছবি দেওয়া ব্যানার, পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন ওই কর্মী-সমর্থকেরা। দলীয় সমর্থক ও পতাকা নিয়ে তাঁর নামেই জয়ধ্বনি দিচ্ছেন হাওড়া সদরের তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। তা দেখেই গাড়ি থামান অভিষেক। কাচ নামিয়ে হাত নেড়ে কাছে ডেকে নেন নেতা-কর্মী-সমর্থকদের। তার পর তাঁদের সঙ্গে কথাও বলেন। দিলেন “ভোকাল টনিক”!সেইসঙ্গে ভোটে মার্জিন বাড়ানোর টিপস দিলেন।
এদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাতে পুষ্পস্তবক তুলে দেন কৈলাস। পরানো হয় উত্তরীয়। এর পর কৈলাসদের সঙ্গে কিছু কথা বলতেও দেখা যায় অভিষেককে। নেতার সঙ্গে কী কথা হল? সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৈলাস মিশ্র বলেন, “লোকসভা নির্বাচনে হাওড়া সদরের ভোটের ব্যবধান আরও বাড়ানোর নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই আরও জোরদার করার কথা বললেন। আমাদের নেতার এই নির্দেশে কর্মীরা উৎসাহিত হয়েছেন। তাঁর কথা অক্ষরে অক্ষরে পালন করার শপথ নিলাম আমরা।”
আরও পড়ুন- কমিশনের নিরপেক্ষতাকে ফের নিশানা অভিষেকের, ইতিবাচক পদক্ষেপ না হলে চলবে প্রতিবাদ