চলতি আইপিএল-এ প্রথম হার কলকাতা নাইট রাইডার্সের। এদিন চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হারল শ্রেয়স আইয়রের দল। চেন্নাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সল্ট-নারিন-শ্রেয়স-রিঙ্কুরা। মাত্র ১৩৭ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। জয়ের হ্যাটট্রিকের পর চতুর্থ ম্যাচে হারের মুখ দেখল নাইট ব্রিগেড। চেনাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। প্রথমে ব্যাট করে ১৩৭ রান করে শ্রেয়সের দল। এদিন ব্যাট করতে নেমেই ধাক্কা খায় কলকাতা। শূন্যরানে আউট হন ওপেনার সল্ট। ২৭ রান করেন সুনীল নারিন। রঘুবংশী করেন ২৪ রান। ৩৪ রান করেন শ্রেয়স আইয়র। ৯ রান করেন রিঙ্কু সিং। ১০ রান করেন আন্দ্রে রাসেল। চেন্নাইয়ের হয়ে ৩ টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে এবং রবীন্দ্র জাদেজা। ২ উইকেট নেন মুশ্তাফিজুর। ১ টি উইকেট নেন থিকশেনা।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় চেন্নাই । সৌজন্যে অধিনায়ক রুতুরাজ । অর্ধশতরান করেন তিনি। ৬৭ রানে অপরাজিত রুতুরাজ। মিচেল করেন ২৫ রান। মিচেল স্টার্ক , সুনীল নারিন, বৈভবরা বল হাতে কিছুই করতে পারেননি। এদিকে চেন্নাইয়ের হয়ে ১৫ রান করেন রাচীন রবীন্দ্র। শিভম দুবে করেন ২৮ রান । কেকেআরের হয়ে দুই উইকেট নেন বৈভব অ্যারোরা । একটি উইকেট নেন সুনীল নারিন।
আরও পড়ুন- দিল্লি ম্যাচের পর রোহিতকে বিশেষ পুরস্কার মুম্বইয়ের, দলকে বিশেষ বার্তা হিটম্যানের