সাতসকালে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! খড়গপুরে উত্তেজনা

0
3

সোমবার সাতসকালে খড়গপুরে (Kharagpur) শুটআউট। স্থানীয় এক তৃণমূল নেতাকে (TMC Leader) লক্ষ্য করে গুলি। তৃণমূল নেতা রঞ্জিত সাঁক্রের পা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীদের। খড়গপুর রেলওয়ে ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী রঞ্জিত সরকার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর খড়্গপুরে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে।

জানা গিয়েছে, সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের স্বামী রঞ্জিত সাঁক্রে। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তারপর তাঁকে বাইক থেকে নামিয়ে রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ৫ দুষ্কৃতী মিলে হামলা চালিয়ে এলাকা থেকে চম্পট দেয়।

এদিকে জখম নেতাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কারা এই হামলা চালাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। নির্বাচনের মুখে এই ধরনের হামলার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত আছে বলে দাবি তৃণমূলের।