ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের হয়ে প্রচারে গিয়ে বিজেপি (BJP) প্রার্থী হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় (Hinmoy Chattopadhyay) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার, রোড শো-র শেষে সভা থেকে অভিষেক বলেন, মাস ছয়েক আগে তৃণমূল যোগ দিতে তাঁর অফিসে গিয়েছিলেন হিরণ। কিন্তু তাঁর জন্য দলের দরজা খোলেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ঘাটালে বিজেপি (BJP) প্রার্থী হিরণ বর্তমানে খড়গপুরে বিধায়ক। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, “বিজেপির নির্বাচিত প্রার্থী খড়্গপুর থেকে জিতেছে। বলতে পারেন খড়গপুরে কী উন্নয়ন তিনি করেছেন। কতবার খড়গপুরের উন্নয়নের জন্য কেন্দ্রে কাছে দরবার করেছেন। তাই আমি বলব আগে খড়গপুর সামলাও পরে ঘাটালের কথা ভেবো।“
এরপরেই বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? আমার দফতরে এসেছিল ছয়-আট মাস আগে। তৃণমূলে ঢোকার জন্য। দরজা বন্ধ করে দিই। ঢুকতে দিইনি।“ হিরণের জানিয়ে ছিলেন, তিনি তৃণমূল যোগ দিতে কখনই যাননি। সেই প্রসঙ্গ তুলে অভিষেক সাফ জানান, “উনি বলেছিলেন আমি তৃণমূলে যোগদান করতে যায়নি। আমি আবার বলব, সংবাদ মাধ্যমের সামনে সেটা আরেকবার বলুন। আমি CCTV ফুটেজটা ছাড়বো। কত ধানে কত চাল, সেটা বোঝা যাবে।“
টিপ্পনি কেটে অভিষেক বলেন, “সব সময় মিথ্যা কথা বলতে নেই। দু একটা মিথ্যা কথা বললে মানুষকে বোকা বানানো যাবে। তবে বারংবার মিথ্যা কথা বললে মানুষ যে ভাষায় জবাব দেওয়ার জবাব দেবে।“ একই সঙ্গে এনআইএ-র কর্তার সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দেখা করার বিষয়েও ভিডিও ফুটেজ তাঁদের কাছে আছে বলে দাবি বলে অভিষেক। বলেন, সেটাও প্রয়োজনে ফাঁস করবেন।









































































































































