কানসাসের জঙ্গলে উদ্ধার অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির নিথর দেহ!

0
2

চারদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিললো অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির (Cole Brings Plenty)। তবে জীবিত নয় মৃত অবস্থায় ম্যানহাটনের কানসাস জঙ্গল (Kansas Forest, Manhattan) থেকে উদ্ধার হয় তাঁর দেহ। রহস্যমৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা।

২৭ বছরের হলিউড অভিনেতার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ ছিল। প্যারামাউন্টের জনপ্রিয় সিরিজ ইয়েলোস্টোনের স্পিনঅফ ‘১৯২৩’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন কোলে। ‘দ্য টল টেলস অফ জিম ব্রিজার’, ‘ওয়াইল্ড ফ্রন্টিয়ার’ তাঁকে সাফল্যের শিরোনামে পৌঁছে দিলেও ব্যক্তিগত জীবন বিতর্কের ঊর্ধে ছিল না। গত সপ্তাহেও লরেন্স এলাকার একটি ফ্ল্যাট থেকে কোলের বিরুদ্ধে অভিযোগ করে পুলিশের কাছে সাহায্যের আর্তি জানিয়েছিলেন এক মহিলা। যদি অভিযুক্ত তারকাকে হাতেনাতে ধরা যায়নি। এরপরই তাঁর গ্রেফতারির দাবিতে ডিস্ট্রিক্স অ্যাটর্নির কাছে হলফনামাও দেওয়া হয়। শনিবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কানসাস পুলিশকে ফোন করে জঙ্গলে পড়ে থাকা একটি খালি গাড়ির কথা জানান। সেখানে গিয়েই অভিনেতার নিথর দেহ উদ্ধার করা হয়। কোলে ব্রিংস প্লেন্টির (Cole Brings Plenty) পরিবারের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তরুণ অভিনেতার অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছেন তাঁর অনুরাগী ও প্রিয়জনেরা। কীভাবে মৃত্যু তা নিয়ে সঠিক কোনও তথ্য মেলেনি, তদন্তে পুলিশ।