কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ: যন্তরমন্তরে গণ অনশনে AAP

0
2

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত, দাবি করে লোকসভা ভোটের আগে আন্দোলন গড়ে তুলছে আপ। এবার গণ অনশন শুরু রাজধানীতে। রবিবার যন্তরমন্তরের সামনে অনশনে শুরু হল অনশন পর্ব। এই আন্দোলনে গোটা দেশকে সামিল হওয়ার বার্তা আপ নেতাদের।

ইতিমধ্যেই জেল থেকে মুক্তি পাওয়া আপ সাংসদ সঞ্জয় সিং কর্মী সমর্থকদের কাছে ঘোষণা করেছিলেন তাঁর মুক্তি উৎসবের সূচনা নয়, সংঘর্ষের সূচনা। আপের জেলবন্দি অন্য নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন জোরালো হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল সেখানেই। এরপরই রবিবার গণ অনশনের ঘোষণা করা হয়।

গত রবিবার দিল্লির রামলিলা ময়দানে বিরোধীদের জমায়েত করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আপ। এই রবিবার যন্তরমন্তরের পাশাপাশি পাঞ্জাবে ভগৎ সিংয়ের গ্রাম খাটকর কালানেও অনশনের পরিকল্পনা আপের। তাদের প্রধান বিরোধ লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে। এবার সেই গ্রেফতারিকে হাতিয়ার করেই নির্বাচনের আগে জোট বাঁধছে আপ।