মোদির পর রাজ্যে ভোটপ্রচারে এবার অমিত শাহ, বালুরঘাটে সভা ১০ তারিখ

0
1

একেবারে একুশের বিধানসভা নির্বাচনের ছবিটাই ফুটে উঠছে। সেবার ২০০ আসনের বুলি আওড়ে বাংলায় কার্যত ডেইলি প্যাসেঞ্জার হয়েছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। কিন্তু রাজ্যের মানুষ তাঁদের আবেদনে সাড়া দেননি, বরং বাংলা তার নিজের মেয়েকেই চেয়েছিল। এবার লোকসভা নির্বাচনে ফের বাংলা থেকে ফসল তোলার আশায় ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর পর এবার বঙ্গের ভোটপ্রচারে ঝাঁপাচ্ছেন অমিত শাহ (Amit Shah)। আগামী সপ্তাহেই তিনি আসছেন রাজ্যে। বিজেপি (BJP) সূত্রে খবর, আগামী ১০ তারিখ উত্তরবঙ্গ দিয়ে শুরু করবেন ভোটের প্রচার। বালুরঘাটের দলীয় প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সেখানে সভা করার কথা অমিত শাহর।

রবিবার ফের জলপাইগুড়িতে আসবেন মোদি। আর আগামী বুধবার বালুরঘাট থেকে বঙ্গের ভোটপ্রচার শুরু করবেন অমিত শাহ। শেষবার রাজ্যে এসে সুকান্ত-শুভেন্দুদের লোকসভা ভোটের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়েছিলেন, এবার বাংলায় তাঁর টার্গেট কমপক্ষে ৩৫ আসন। কিন্তু সেই লক্ষ্যে মাঠে নেমে এখনও ডায়মন্ড হারবার এবং আসানসোলে এখনও প্রার্থী ঠিক করতে পারেনি গেরুয়া শিবির। তবে জানা গিয়েছে, বালুরঘাটের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় দফার আগে উত্তরবঙ্গে আরও কয়েকটি জায়গায় সভা করবেন অমিত শাহ। তার মধ্যে থাকতে পারে শিলিগুড়ি। শাহি সভা হতে পারে কোচবিহারেও।পাশাপাশি ভোটপ্রচারে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। তবে তাঁদের প্রচার সূচি এখনও স্থির হয়নি।

আরও পড়ুন- “পুলিশ সঙ্গে গেলে এটা হত না”! ভূপতিনগরকাণ্ডে সাফ জানাল রাজ্য, আগামিকাল পরিদর্শনে চন্দ্রিমা-কুণাল