ব্রিটিশ সংবাদমাধ্যম চাঞ্চল্যকর দাবি, বিদেশের মাটিতে বেছে বেছে জঙ্গিদের নিকেশ করছে ভারত। সেই রিপোর্টের পাল্টা বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, বিদেশের মাটিতে গিয়ে খুন করা ভারত সরকারের নীতি নয়। গত এক বছরে বারবার ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিদেশে বসবাসকারী জঙ্গিদের বেছে বেছে খুন করছে সরকার। পাকিস্তানে গত দুবছরে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন জেহাদি। কাকতালীয়ভাবে, এরা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে। শুধু পাকিস্তান নয়, অভিযোগ উঠেছে কানাডা-আমেরিকা থেকেও। গত বছর সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ আনেন, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের সঙ্গে জড়িত ভারত সরকার। এক ‘র’ এজেন্টের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়।
এই পরিস্থিতিতে ভারত সরকারের এক আধিকারিকের উক্তি তুলে ধরে একটি রিপোর্ট পেশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। সেখানে বলা হয়, ২০১৯ সাল থেকে মোট ২০ জঙ্গিকে নিকেশ করেছে ‘র’। এই দাবির সপক্ষে পাকিস্তান সরকারও বেশ কিছু প্রমাণ দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে। ইসলামাবাদের মতে, সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতের স্লিপার সেলই পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খুন করেছে। ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ধাঁচেই এই অপারেশন চালাচ্ছে ‘র’।এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে বিদেশমন্ত্রক। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, এই রিপোর্টের অভিযোগ সবটাই ভুয়ো। বিদ্বেষমূলক মানসিকতা থেকে ভারত বিরোধী প্রোপাগান্ডা চালানো হচ্ছে এই রিপোর্টে।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        









































































































































