১) এযেন গোদের উপর বিষফোড়া । একেই তো কলকাতা নাইট রাইডার্সের কাছে ম্যাচ হার। তার উপর আবার জরিমানা। গতকাল কেকেআরের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিলো ঋষভ পন্থের দিল্লি। সেই ম্যাচে খেলতে নেমে মন্থর বোলিং-এর জন্য জরিমানা করা হল দিল্লিকে।
২) বড় সিদ্ধান্ত নিল আইএফএ। আসন্ন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে চার বাঙালি ফুটবলার খেলানোর সিদ্ধান্ত নিল আইএফএ। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা চেয়েছিল ছয় জন বাঙালি ফুটবলার খেলানো বাধ্যতামূলক করা হোক। তবে বেশকিছু ক্লাব এনিয়ে প্রবল আপত্তি জানাতে কিছুটা পিছু হটে আইএফএ।

৩) আইএসএলের ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারায় ইস্টবেঙ্গল এফসি। এই জয়ের ফলে শেষ ছয়ের আশা এখনও বাঁচিয়ে রাখলো লাল-গলুদ। যদিও সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে । যদিও সেসব নিয়ে ভাবছেন না ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনু জর্জ। বরং লাল-হলুদের যে লক্ষ্য শেষ দু’ম্যাচ জয়, তা জানিয়ে দিলেন তিনি।

৪) সময়টা ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। একেই হারের হ্যাটট্রিক। তারওপর দলের ভিতর কোন্দল। সুত্রের খবর, নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার বাড়ছে দূরত্ব। আর সেক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চাইছেন রোহিত। এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক ক্রিকেটার।

৫) ঋষভ পন্থদের তুলোধনা করেছেন রিকি পন্টিং। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০৬ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। এত বড় ব্যবধানে হার মানতে পারছেন না দিল্লির প্রধান কোচ পন্টিং। তিনি আঙুল তুলেছেন গোটা দলের উপর।
আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ






































































































































