ঘরের মাঠে প্রথম জয়, দ্বিতীয় ম্যাচে বিরাট গড়ে নারিন ঝড়। এবার বিশাখাপত্তনমে সৌরভের দলের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি থাকবে গম্ভীর ব্রিগেডের (KKR vs DC match today)? দিল্লি ক্যাপিটালস (DC) হারাতে হয়তো খুব বেশি বদল হবে না KKR একাদশে। কিন্তু মিচেল স্টার্কের (Mitchell Starc) ফর্ম শ্রেয়সদের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আইপিএলের (IPL) ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার ছন্দে ফিরবেন কবে, প্রশ্ন সকলের।

প্রায় পঁচিশ কোটি দিয়ে তাঁকে কিনেছে শাহরুখ খানের দল।এখনও পর্যন্ত একটিও উইকেট পাননি স্টার্ক। উল্টে দুই ম্যাচেই রানের সেঞ্চুরি দিয়ে ফেলেছেন প্রতিপক্ষের। দিল্লির বিরুদ্ধেও দলে পরিবর্তনের সম্ভাবনা কম, তাই এ ম্যাচেও সুযোগ পাবেন স্টার্ক। কেকেআর সমর্থকেরা চাইবেন পুরনো মিচেল ম্যাজিক দেখতে চাইছেন। প্রত্যাশা পূরণ হবে কি? জবাব দিলেন কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ। ভারতের আবহাওয়ায় ভাল পারফরম্যান্স করার বিষয়ে স্টার্কের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। অরুণ বলেন, “ স্টার্কের শক্তি নিয়ে আমরা আলোচনা করেছি। নেটে ও ভাল বল করছে। ম্যাচে বিধ্বংসী রূপে ফেরা শুধু সময়ের অপেক্ষা।” অনেকেই বলছেন বড় ম্যাচে জ্বলে ওঠেন তারকা প্লেয়াররা। অতীতেও এমন উদাহরণ মিলেছে। আজই কি হবে সেইদিন? মেলেনি জবাব , শুধু মুখে হালকা হাসি নিয়ে বল হাতে নেট প্র্যাকটিসে ব্যস্ত স্টার্ক।








































































































































