হোলির (Holi)সময় থেকেই বলিউড অভিনেত্রী তাপসী পান্নু আর প্রাক্তন অলিম্পিক পদক বিজয়ী প্রেমিক ম্যাথিয়াস বোয়ের বিয়ে (Taapsee Pannu-Mathias Boe Wedding)নিয়ে গুঞ্জন বেড়েছে। রঙের উৎসবে নায়িকার মাথায় সিঁদুর দেখে থমকে গেছিল বিটাউন। তাহলে কি সত্যি কাউকে না জানিয়ে বিয়ে করলেন তাপসী? উত্তর অবশ্য সরাসরি তারকা দম্পতির থেকে মেলেনি। তবে এবার তাঁদের বিয়ের ভিডিও সামনে আসতেই তা মুহূর্তে ভাইরাল।


তাপসী বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা চর্চা পছন্দ করেন না। তাই একেবারে আড়ালে থেকেই বিয়ের রীতি সম্পন্ন। ভাইরাল ভিডিওতে পাঞ্জাবি স্যুটে কনের সাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এর থেকেই অনেকের ধারণা সম্ভবত পাঞ্জাবি রীতি মেনেই সাতপাক সেরেছেন অভিনেত্রী। ভারতীয় পোশাকে সেজে উঠেছিলেন প্রেমিক ম্যাথিয়াস। তবে তাপসীর ‘স্যোয়াগ’ ছিল চোখে পড়ার মতো। ডাঙ্কি গার্ল চোখে রোদ চশমা, পরনে ভারী কাজ করা লাল স্যুটে কনের বেশে মণ্ডপে প্রবেশ করেন। মালাবদল শেষে গোলাপের বৃষ্টিতে নাচতেও দেখা গেছে যুগলকে।








































































































































