সুপ্রীম কোর্টে জামিনের আবেদন গ্রাহ্য হওয়ার পর বুধবার তিহার জেল থেকে মুক্তি পেলেন আপ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। তাঁকে স্বাগত জানানোর জন্য এদিন জেলের বাইরে উপস্থিত ছিলেন আপ কর্মী সমর্থকরা। জেল থেকে বেরিয়েই তিনি কর্মীদের উদ্দেশে ঘোষণা করেন, “এখন উৎসব করার সময় নয়। এখন যুদ্ধের সময়। আমাদের নেতৃত্ব অরবিন্দ কেজরিওয়াল, সত্যেন্দ্র জৈন, মণীশ শিশোদিয়া জেলে বন্দি। আমার বিশ্বাস একদিন তালা ভাঙবে এবং ওঁরা বেরিয়ে আসবেন”।

জেল থেকে বেরিয়ে তিনি অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। অন্যদিকে দলের সদর দফতরে অপেক্ষা করছিলেন অতিশি, সৌরভ ভরদ্বাজের মত নেতৃত্ব। সেখানে সদ্য জেলমুক্ত আপ নেতা সঞ্জয় সিং কর্মীদের উদ্দেশে বলেন, “আপের জন্ম হয়েছিল আন্দোলনের মধ্যে দিয়ে। এত সহজে তারা ভয় পাবে না। বিরোধীরা আপ-কে ভাঙতে চাইছে, তাদের লক্ষ্য পূরণ হবে না”।










































































































































