প্রথম দফার লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সফরের মধ্যেই এবার তিনটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।জানা গিয়েছে, খোলাচাঁদ ফাপড়ি এলাকায় একটি ব্রিজের নীচে তিনটি বোমা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ভক্তিনগর থানা থেকে পুরো বিষয়টি জানানো হয় দেবগ্রামের দমকল দফতরে ও বোম্ব স্কোয়াডে। এরপরই দ্রুত সেখানে পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিশ ও বোম্ব স্কোয়াড। কোনও অঘটন ঘটেনি। শেষ পর্যন্ত মহানন্দা নদীর পাড়ে বোম্ব স্কোয়াডের সহযোগিতায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়।
তবে, কেন বোমাগুলিকে রাখা হয়েছিল, কে বা কারা এই বোমাগুলি রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগুলি আসলে সুতো দিয়ে বাঁধা হয়, এগুলিকে বলা হয় পেটো। তবে ভোটের মরশুমে উত্তরবঙ্গ জুড়ে একের পর এক ভিআইপিরা আসছেন, তাঁর মধ্যেই বোমা উদ্ধার হওয়ায় অস্বস্তিতে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই, গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
আরও পড়ুন- নিয়োগ মামলার তদন্তে শান্তিপ্রসাদ সিনহার ইডি হেফাজত



 
 
 
 






 

























































































































