তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত্যু ৫ জনের, আহত ১০

0
2

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন ১০ জন। দুর্ঘটনার সময় কারখানায় ভিতরে ৫০ জন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। ভিতরে অন্তত ৮ থেকে ১০ জন আটকে রয়েছে বলে আশঙ্কা। পুলিশ ও দমকল কর্মীরা ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরেই বহুতল বাড়িটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার ম্যানেজারের। রাসায়নিক কারখানার বিস্ফোরণের জেরে বিপদ এড়াতে এলাকা ফাঁকা করছে প্রশাসন। ঘটনায় কেয়কটি ভিডিয়ো ফাইরাল হয়েছে। আগুনে অগ্নিদগ্ধ হয়ে ৫ জনের মৃতু্য হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন- ভোটের মুখে উত্তরবঙ্গে তাজা বোমা উদ্ধার, রিপোর্ট তলব কমিশনের