গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। যে রেকর্ড হয়ত তিনি কোনদিন করতে চাইবেন না। কিন্তু সেই নজিরই গড়লেন রোহিত। বলা ভালো গতকাল রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়েন তিনি। এক্ষেত্রে ছূঁয়ে ফেললেন দিনেশ কার্তিককে। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে শূন্য রানে আউট হন রোহিত। আর সেই সুবাদের লজ্জার নজির গড়ে ফেলেন তিনি।
আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজির এই মূহুর্তে রয়েছে রোহিতের নামের পাশে। যে লজ্জার নজির এতদিন একা বহন করছিলেন কার্তিক। রোহিত আইপিএলে এই নিয়ে ১৭ বার শূন্য রানে আউট হলেন। কার্তিকও আইপিএলে ১৭ বার কোনও রান না করে আউট হয়েছেন। তাঁদের পর ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন চার জন। তাঁরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মনদীপ সিং, সুনীল নারিন এবং পীয়ুষ চাওলা।

গতকাল আইপিএল-এর ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন রোহিত। ট্রেন্ট বোল্টের বলে রোহিতের ক্যাচ ধরেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ ধরে রোহিতকে সাজঘরে ফিরতে বাধ্য করেছেন সঞ্জু।
আরও পড়ুন- Breakfaat Sports : ব্রেকফাস্ট স্পোর্টস







































































































































