শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে খুনি। পুলিশ চাইছে গোয়েন্দা মিতিন মাসির সাহায্য। এবার অপরাধীকে খুঁজতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। প্রথমের অংশটা ছিল সিনেমার কথা, কিন্তু শেষের ঘটনাটা একেবারে বাস্তব। সত্যি সিনেমার শুটিং করতে গিয়ে ডান হাত ভেঙেছেন রঞ্জিত কন্যা। তাঁর চোট এতটাই গুরুতর যে শুটিং স্পট থেকে সোজা হাসপাতালে গিয়ে প্লাস্টার করাতে হয়। তবে আপাতত ভাল আছেন টলি ক্যুইন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন কয়েকটা দিন।

অরিন্দম শীলের ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর চরিত্রে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা ও এক্সরে করার পর আলনা বোন ফ্র্যাকচার ধরা পড়ে। এরপরই নায়িকার প্লাস্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোয়েল (Koel Mallick) জানিয়েছেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি। মার্চ মাসের মাঝামাঝি শুটিং শুরু হলেও আপাতত দুর্ঘটনার জেরে তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। কাজ শুরু হবে কোয়েল সম্পূর্ণ সুস্থ হওয়ার পর।







































































































































