লোকসভা ভোটের ঠিক আগেই উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যেখানে ২০২৪-২৫ অর্থবর্ষেও সাধারণ মানুষ এলপিজি সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার সংযোগ পৌঁছে দেওয়ার ঘোষণা করেছিল মোদি সরকার। সেই প্রকল্পই হল উজ্জ্বলা যোজনা। কিন্তু একই সঙ্গে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার তালিকাতে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ না পাওয়ার ঘটনা রয়েছে।
বছরে ১২ টি গ্যাস সিলিন্ডারের জন্য এই ভর্তুকি প্রদান করা হয়। সূত্রের দাবি অনুসারে, এই এক বছরে উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি দিতে সরকারের অতিরিক্ত ১২০০০ কোটি টাকা খরচ হতে পারে। কিন্তু বাংলা কেন বঞ্চিত?
প্রসঙ্গত, উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না। উজ্জ্বলা প্রকল্পে আবেদন করার প্রথম শর্ত হল আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। এবং ওই মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।