প্রচারে বেরিয়ে বিরাটির শোকার্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ সৌগতর, পাশে থাকার আশ্বাস

0
7

বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের অংশ ভেঙে পড়ে মহিলার মৃত্যুর ঘটনায় শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করলেন দমদম লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। সোমবার তিনি মৃত কেয়া শর্মা চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন,‌ রাজ্য সরকারকে বলে আর্থিক সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করবেন তিনি।

এদিন তিনি তার নির্বাচনী প্রচারের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে পুরসভা ও পুলিশকে বলেন, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে নজর রাখতে।যদিও শনিবার রাতের বেআইনি বহুতল ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনার পরেই ৬ জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।