বাংলায় সিপিএম-কংগ্রেস মানেই বিজেপি! স্বৈরাচারীদের মুখোশ খুলতে মহুয়াকে জেতান: বার্তা মমতার

0
1

সিপিএম-কংগ্রেস-বিজেপি একদিকে, আর তৃণমূল আরেক দিকে। বাংলায় জোটকে ভোট দেওয়া মানে বিজেপির (BJP) হাত শক্ত করা। রবিবার, ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে কৃষ্ণনগরের দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) প্রচারসভা থেকে এই বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহুয়াকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানিয়ে মমতা বলেন, মহুয়া জোরে কথা বলত বলে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। মহুয়া ওদের যোগ্য জবাব দেবে। ওদের মুখোশ যাতে খুলে দেয় তার জন্য ওকে আবার জয়ী করুন। একই সঙ্গে তৃণমূল (TMC) সুপ্রিমো ‘ইন্ডিয়া’ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

বিস্তারিত আসছে…