বিগত আট বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান হয়নি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এবার এই নিয়েই আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Ananda Bose) একহাত নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শনিবার প্রায় ১২ বছর পর ওয়েবকুপার (WBCUPA) বৈঠক অনুষ্ঠিত হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সংগঠনের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। পাশাপাশি ২৯ টি জেলার প্রায় ১৭০০ জন অধ্যাপক-অধ্যাপিকারা এদিন উপস্থিত ছিলেন।


এদিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে ব্রাত্য বলেন, রাজ্যকে বাইপাস করে রাজ্যপাল একটা সমান্তরাল শাসনব্যবস্থা চালাতে চাইছে। কিন্তু সে ক্ষেত্রেও মুখ থুবড়ে পড়ছে। রাজ্যপাল সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন। আমরা উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছি।


অপরদিকে ওয়েবকুপার (WBCUPA) এই সম্মেলন ঘিরে নির্বাচনী আচরণবিধি লংঘন করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি-কংগ্রেস। এদিন এই অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছেন ব্রাত্য বসু। তিনি বলেন, সেমিনার নিয়ে কোনও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হয় নি। এসবই বিরোধীদের চক্রান্ত। এই সম্মেলন করার জন্য নির্বাচন কমিশনের যা নির্দেশিকা রয়েছে তাই পালন করা হয়েছে। এদিনের সম্মেলনে পঠন-পাঠনের ক্ষেত্রে উন্নতিকরণ, গবেষণামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই আসে না। আসলে সবটাই বিরোধীদের চক্রান্ত।

আরও পড়ুন- জনগর্জন সভা: গরমকে বলে বলে গোল দিয়ে কুলপির অভিষেকের সভায় জনজোয়ার



































































































































