এগিয়ে থেকেও ঘরের মাঠে চেন্নাইয়ান এফসির কাছে ৩-২ গোলে হারলো মোহনবাগান সুপার জায়ান্ট। চেন্নাইয়ান এফসি-র কাছে হেরে লিগ শিল্ড জয় আরও কঠিন করে ফেলল মোহনবাগান। গোটা ম্যাচ ভাল খেলে ৮০ মিনিটে ভুল করে বসেন বিশাল কাইথ। তাঁর ভুলেই হেরে গেল সবুজ-মেরুন।
ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমন প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। বাগানকে ১-০ গোলে এগিয়ে দেন জনি কাউকো। লিস্টন কোলাসো মূলত কাউকোর জন্য বলটি তৈরি করে দিয়েছিলেন। কোলাসো বল ধরে দু’টি টার্ন নিয়ে ভিন্সিকে ডজ দেন। তারপর সতর্ক থাকা কাউকোকে ক্রস বাড়ান। কাউকো বল জালে জড়াতে কোনও ভুল করেননি। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে হাবাসের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে সমতা ফেরায় চেন্নাইয়ান। চেন্নাইয়ানের হয়ে সমতা ফেরান জর্ডন। জর্ডন মারে ডানদিক দিয়ে বল নিয়ে আক্রমণে ওঠেন। দীপক টাংরিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল কাইথ কাইথকে পরাজিত করেন। এরপর ম্যাচের ৮০ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় চেন্নাইয়ান। কর্নার থেকে ক্রিভেলারো বাঁ-পায়ের মাপা শট ধরে রায়ান এডওয়ার্ডস হেডে গোল করেন। কাইথ বলটি দেখেও ধরতে পারেননি। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় মোহনবাগান। পেনাল্টি থেকে সমতা ফেরান পেত্রাতোস । তিনি শান্ত ভাবে জালে বল জড়ান। ম্যাচের অতিরিক্ত সময়ে ৩-২ গোলে এগিয়ে যায় চেন্নাইয়ান। চেন্নাইয়ানকে ৩-২ গোলে এগিয়ে দেন ইরফান ইয়াদওয়াদ। গোলটি হয় বিশাল কাইথের ভুলে।
আরও পড়ুন- কেমন আছেন শামি? সোশ্যাল মিডিয়ায় দিলেন নিজেই বড় আপডেট







































































































































