হিমাচলে বৃষ্টি- তুষারপাত, বন্ধ তিনটি জাতীয় সড়ক-সহ ১৬৮টি রাস্তা

0
7

হিমাচলে বৃষ্টি এবং তুষারপাতের জেরে হিমাচলের ১৬৮টি রাস্তায় যান চলাচল বন্ধ। এগুলির মধ্যে তিনটি জাতীয় সড়কও রয়েছে। শুক্রবার রাত থেকে হিমাচল প্রদেশের উচ্চতর অঞ্চল এবং উপজাতীয় অঞ্চলে ব্যাপক তুষারপাত হয়েছে। নিম্ন এবং মধ্য পাহাড়গুলিতে মাঝে মাঝে শিলাবৃষ্টি এবং বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ৪ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি প্রায় একইরকম থাকবে। তুষারপাতের কারণে মানালির কাছে রোহতাং এর অটল টানেলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, কল্পা এবং কুকুমসেরিতে ৫ সেমি এবং কেলং-এ গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার তুষার পড়েছে।

রাজ্য জরুরি অপারেশন সেন্টারের তথ্য অনুসারে শুক্রবার রাতে রাজ্যে যানবাহন চলাচলের জন্য তিনটি জাতীয় মহাসড়ক সহ মোট ১৬৮ টি রাস্তা বন্ধ ছিল। এই রাস্তাগুলির বেশিরভাগই লাহুল এবং স্পিতি’র দুর্গম অঞ্চলে। শনিবার জরুরি তৎপরতায় ৯ টি রাস্তা খোলা সম্ভব হলেও ১৫৯ টি রাস্তা এখনও বন্ধ রয়েছে। এরই মধ্যে হিমাচল রোডওয়েজ ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এইচআরটিসি) একটি বাস বরফ পড়া পিচ্ছিল পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর মেলেনি।

স্থানীয় আবহাওয়া অফিস শনিবার রাজ্যের ১২ টি জেলার মধ্যে ৭টিতে বিচ্ছিন্ন ভাবে বজ্রপাত, শিলা বৃষ্টি, ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া (৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা) সহ বজ্রঝড়ের কমলা সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন- লোকসভা ভোটের মুখে অস্বস্তিতে বিজেপি! RSS নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বি.স্ফো.রক