ইডি-র ‘প্রশ্ন’ শেষ! জেরা শেষে দাবি আপ মন্ত্রী কৈলাশের

0
1

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার জেরা শেষে ইডি দফতর থেকে বেরিয়ে দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলটের দাবি তাঁর উত্তর শুনে পাল্টা প্রশ্ন করতে পারেনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আবগারি দুর্নীতি নিয়ে অন্যান্য মন্ত্রীদের ফাঁদে ফেলে লোকসভা নির্বাচনের আগে পরিস্থিতি অনুকূলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। সোমবার কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ শেষ হবে। তার আগে আরও কোনও মন্ত্রীকে জেলে ভরার লক্ষ্য নিয়েও শনিবার ব্যর্থ ইডি।

ইডি দফতরে জিজ্ঞাসাবাদের পর দিল্লির মন্ত্রী কৈলাশ গেহলট জানান, “আমাকে যা প্রশ্ন করা হয়েছিল সব প্রশ্নের উত্তর দিয়েছি। সিভিল লাইন্সে আমাকে যে সরকারি বাংলো দেওয়া হয়েছে সেখানে কখনও আমি থাকিনি, কারণ আমার পরিবার সেখানে থাকতে চায়নি। বসন্ত কুঞ্জে ব্যক্তিগত বাংলোতেই আমি থেকেছি সবসময়। আমার জন্য নির্ধারিত বাংলোতে থেকেছেন বিজয় নায়ার। এরপর আর কোনও প্রশ্ন আমায় করা হয়নি।”

পাশাপাশি দিল্লির মন্ত্রীর দাবি তিনি দ্বিতীয় সমনেই ইডি দফতরে এসেছেন। প্রথম সমনের সময় নির্বাচন প্রক্রিয়া চলার কারণে তিনি আসতে পারেননি। তবে এরপরে আবার ডাকা হলেও তিনি ইডি-র জিজ্ঞাসাবাদের সহযোগিতা করার দাবি জানান।