ঝাড়গ্রাম-বীরভূমের প্রার্থী ঘোষণা বিজেপির, ঝুলে রইল ডায়মন্ড হারবার

0
1

রাজ্যের আরও দুটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এদিন ঝাড়গ্রাম এবং বীরভূম কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির। ঝাড়গ্রাম আসনে প্রার্থী করা হয়েছে প্রণত টুডুকে। আর বীরভূমে শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামানো হয়েছে সদ্য প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধরকে। তবে এখনও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ঘোষণা ঝুলে রইল।

বীরভূম কেন্দ্র থেকে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা ছিল মাত্র। কিছুদিন আগেই নিজের কর্মপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এরপরই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে বিজেপির টিকিটে তাঁর প্রার্থী হওয়ার ব্যাপারে। ২০২১ সালে বিধানসভা ভোটে কোচবিহারে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন প্রাণ হারিয়েছিলেন। সেই সময় ওই জেলার পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। তাঁকেও সিআইডি তদন্তের সম্মুখীন হতে হয়েছে।

অন্যদিকে, ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম কিছুদিন আগেই সাংসদ পদ থেকে অব্যাহতি নেন। তারপর কাকে প্রার্থী করা হবে, সেই নিয়ে আলোচনা শুরু হয় জেলা স্তরে। এরপর বিজেপির প্রার্থী হিসেবে প্রণত টুডু নাম উঠে এসেছিল। তিনি সরকারী হাসপাতালে চিকিৎসক। সম্প্রতি পদত্যাগ করেছেন।

তবে অন্যতম নজরকাড়া কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রার্থী এদিনও ঘোষণা করতে পারল না বিজেপি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বেশকিছু নাম শোনা যাচ্ছে বিজেপি সূত্রে। অভিনেতা রুদ্রনীল ঘোষ, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ থেকে শুরু করে সোনালী গুহ, আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, কৌস্তভ বাগচীদের কাছে নাকি বিজেপি ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু কেউ রাজি হচ্ছেন না। ফলে এই কেন্দ্রে এখনও বিজেপির প্রার্থী পদ ঝুলে রইল।

আরও পড়ুন- রবীন্দ্র সরোবরে বসছে সেন্সর, কলকাতায় এই প্রথম