আগামিকাল অর্থাৎ শনিবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে নির্বাচনী প্রচারে জনগর্জন সভায় যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে যেমন চলছে মঞ্চ তৈরির কাজ ঠিক তার পাশেই তৈরী করা হয়েছে হেলিপ্যাড। ইতিমধ্যেই প্রস্তুতি হিসেবে হেলিপ্যাডে হেলিকপ্টারের ওঠা নামা সম্পূর্ণ করা হয়েছে। অন্যদিকে সভাতে নিরাপত্তা আঁটোসাটো করতে প্রশাসনিক তৎপরতায় চলছে নজরদারি।

পাশাপাশি তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঢোলার জনগর্জন সভায় লক্ষাধিক কর্মী সমর্থকদের জনসমাগম হবে। আর তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই সভাতে যোগ দেবেন।
আরও পড়ুন- বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’!



































































































































