শুক্রের সকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে (Jammu Srinagar National Highway) দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ল যাত্রিবাহী ট্যাক্সি। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ (J &K Police), বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং কুইক রেসপন্স টিম (QRT)। এখনও পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যাত্রিবাহী ট্যাক্সিটি শ্রীনগরের দিকে যাচ্ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় সড়কের রাস্তা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ হয়ে রয়েছে। তার উপর গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। খাদে নেমে ট্যাক্সির ধ্বংসাবশেষ সরিয়ে যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে SDRF-কে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।






—

































































































































