গত মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে ভারতীয় দল। এই হারের ফলে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী পর্যায়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তবে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ এখনও আশা ছাড়ছেন না। জাতীয় কোচ মনে করছেন, বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের পরবর্তী পর্বে এখনও যেতে পারেন সুনীলরা।

এই নিয়ে ইগর বলেন, “ অবশ্যই, আমার মনে হয় এখনও আমরা যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যেতে পারি। আপনাদের আগেই বলেছিলাম, দীর্ঘ শিবির হলে এই দলটাই বদলে যাবে। “আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারের পর স্টিম্যাচের কোচ থাকা নিয়ে । শুধু তাই নয়, ম্যাচ শেষে ওঠে ‘গো-ব্যাক স্টিম্যাচ’ স্লোগানও। যদিও এইসব নিয়ে মাথা ঘামাতে নারাজ ভারতীয় দলের কোচ। বরং ম্যাচ হারের কারণ হিসাবে দলের ফুটবলারদের পারফরম্যান্সকে কাঠগড়ায় তুলেছেন স্টিম্যাচ। এই নিয়ে স্টিম্যাচ বলেন, “কারও দোষে যদি গোল খেয়ে যেতে হয়, তাহলে কিছুই বলার থাকে না। আমার মনে হয়, ম্যাচের অধিকাংশ সময় আমরা নিয়ন্ত্রণ করেছি। আপনারা দেখতেই পেরেছেন দলের অর্ধেকের বেশি ফুটবলার নিজেদের সেরাটা দিতে পারেনি। এই বিষয়টা আমি কখনওই চার দিন বা পাঁচ দিনের শিবিরে বদলাতে পারব না। এর জন্য আমি দুঃখিত।আমরা অনেক কিছুই ঠিকঠাক করতে পারিনি। বেশ কিছু সময় প্রদর্শন খুবই বাজে ছিল। ম্যাচের ৫-৬ মিনিট খুবই বাজে খেলেছে দল, যার খেসারত দিতে হয়েছে।”
আফগানিস্তানের বিরুদ্ধে হারের ফলে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গোলপার্থক্যে সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে ভারতের ঠিক পরেই রয়েছে আফগানিস্তান। প্রথম দু’টি দল যোগ্যতা অর্জন করবে পরের পর্যায়ের জন্য। ফলে আগামী ম্যাচগুলিতে ভারতকে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির দিকেও।
আরও পড়ুন- ‘পন্থ যোগ দেওয়ায় দিল্লি শক্তি বেড়েছে’, বললেন দলের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়







































































































































