বসন্তে বরফ! সান্দাকফুতে অবিরাম তুষারপাত, খুশি পর্যটকরা

0
1

দক্ষিণবঙ্গে যখন গরমের জেরে হাঁসফাঁস অবস্থা তখন মেঘলা উত্তরবঙ্গ। বরফের সাদা চাদরে নিজেকে ঢেকেছে সান্দাকফু (Sandakphu)। বুধের পর বৃহস্পতির সকালেও অবিরাম তুষারপাত। খুশি পর্যটকরা।

বসন্তের প্রকৃতিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে IMD।বেলা বাড়তেই চড়ছে পারদ। তবে ঘর্মাক্ত বঙ্গজীবনে একটু অন্য স্বাদ এনেছে সান্দাকফু। চলতি মাসে বেশ কয়েকবার তুষারপাতের খবর মিলেছে। এদিন সকাল থেকেই বরফের চাদরে ঢাকা পড়েছে চারপাশ। তুষারপাতের জেরে কিছুটা সমস্যায় পর্যটকরা।

আজ বিকেলের পর থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।