প্রয়াত ডিএমকের সাংসদ এ গণেশমূর্তি, শোকের ছায়া রাজনৈতিক মহলে

0
3

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে দুঃসংবাদ। প্রয়াত ডিএমকের সাংসদ এ গণেশমূর্তি (MP A Ganeshmurti)। রবিবার রাতেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। গত কয়েকদিন ধরে ভেন্টিলেশনে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

কোয়েম্বাটোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মারুমালারচি দ্রাবিড় মুনেত্রা কাজাগামের সাংসদ এ গণেশমূর্তি। ভোর পাঁচটা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ৭৬ বছর বয়সী সাংসদ। চিকিৎসকরা জানিয়েছেন কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মাল্টি অর্গান ফেলিওর হওয়ায় শেষরক্ষা করা যায়নি। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, গত ২৪ মার্চ রাতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোর থেকে রক্তবমি হতে শুরু করে। সাংসদ নিজেই জানিয়েছিলেন তিনি কীটনাশক খেয়েছেন। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার রাতে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। আজ সকালে তাঁর মৃত্যুর খবর মিলেছে। কী কারণে তিনি কীটনাশক খেয়েছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।