আর কয়েকদিন বাদেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। এবার তৃণমূলের (Tmc) নজরে অসম (Assam) ও মেঘালয় (Meghalaya)। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলিই জোরকদমে প্রচার শুরু করেছে। এবার নির্বাচনী প্রচারে ঝড় তুলতে অসম এবং মেঘালয়ের প্রার্থীদের জন্য প্রচার কর্মসূচির তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার দলের তরফে বিজ্ঞপ্তি জারি একথা জানানো হয়েছে।
 
প্রথম পর্যায়ে প্রচারকদের তালিকায় রয়েছেন হেভিওয়েট ব্যক্তিত্বরা। উত্তর পূর্বের দুই রাজ্যেই প্রচারকদের তালিকায় রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্ৰেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছে মানস রঞ্জন ভূঁইয়া, মুকুল সাংমা, চার্লস পাইনগ্রোপ, জেমস লিংডোহ, রুপা এম মারাক, মিজানুর রহমান কাজী-সহ মোট ৪০ জন।

একইসঙ্গে, অসমের তৃণমূল প্রার্থীদের প্রচার তালিকায় রয়েছেন, ডেরেক ও’ব্রায়েন, রিপুন বোরা, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, সিদ্দিকুল্লা চৌধুরী, বীরবাহা হাঁসদা, সায়নী ঘোষ এবং অদিতি মুন্সির নাম।









































































































































