লোকসভা ভোটের মুখে ফের নারদ কেলেঙ্কারি নিয়ে তৎপর সিবিআই। এই মামলায় আবার নতুন করে নাড়াচাড়া শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এই মামলার সূত্রে তলব করেছে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে।
জানা গিয়েছে, ম্যাথুকে আগামী ৪ এপ্রিল সকাল ১১টার সময় ডেকে পাঠানো হয়েছে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে বাংলায়, তার ঠিক ১৫ দিন আগেই হঠাৎ নারদ মামলার মূল সূত্রধরকে ডেকে পাঠানোর ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
সূত্রের খবর, ম্যাথুকে পাঠানো চিঠিটি পাঠিয়েছেন কলকাতার সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক রিসিনামোল কে সি। ম্যাথুকে তিনি চিঠিতে লিখেছেন, “আমি যে মামলাটির তদন্তের দায়িত্ব নিয়েছি, সেই মামলা সংক্রান্ত কিছু জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে কলকাতার নিজাম প্যালেসে এসে দেখা করতে হবে।”


 
 
 
 





 


























































































































