পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বিরাট

0
3

গতকাল আইপিএল-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন বিরাট কোহলি। পাঞ্জাবের বিরুদ্ধে ৭৭ রান করেন তিনি । আর এই রান করতেই নজির গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক। টি-২০ ক্রিকেটে অর্ধশতরানের সেঞ্চুরি করলেন বিরাট।

গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন কোহলি।ইনিংস সাজান ১১টি চার এবং ২টি ছক্কা দিয়ে। আর সেই সুবাদেই রেকর্ড গড়েন কোহলি। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে ২০ ওভারের ক্রিকেটে ১০০টি অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে। টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড রয়েছে ক্রিস গেলের দখলে। ওয়েস্ট ইন্দিজের প্রাক্তন ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ১১০টি অর্ধশতরান। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০ ওভারের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ১০৯টি। এই দু’জনের পর তৃতীয় স্থানে থাকলেন কোহলি।

তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজিরে শীর্ষে রয়েছেন কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। রোহিত টি-২০ ক্রিকেটে ৮১টি অর্ধশতরানে ইনিংস খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান।

আরও পড়ুন- আজ আফগানিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, অনন্য নজিরের সামনে সুনীল