কৃষক আন্দোলনেই দ্বিমত? পাঞ্জাবে বিজেপির সঙ্গে জোটে ‘না’ আকালি দলের

0
1

ওড়িশা, সিকিমের পর এবার পাঞ্জাব। বিজেপির হাত ছাড়ছে জোটসঙ্গীরা। আসন সমঝোতা নিয়ে সমস্যা নয়, এবার একেবারে মূল নীতিগত ফারাকে বিজেপির সঙ্গে জোট বাতিল করল পাঞ্জাবের দীর্ঘদিনের সঙ্গী শিরোমণি আকালি দল। বন্দিমুক্তি ও কৃষক আন্দোলনে বিজেপির নীতির সঙ্গে ফারাকেই লোকসভা নির্বাচনে একলা চলো নীতিতে আকালি দল।

কেন্দ্রের ক্ষমতায় আসার পর আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ৪০০ আসন। আর সেই লক্ষ্যে এতটাই উচ্চাকাঙ্ক্ষী মনোভাবে দেখাচ্ছে বিজেপি যে জোটসঙ্গী বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে নিজেদের প্রত্যাশার তলায় চেপে দিচ্ছে। ওড়িশার নবীন পট্টনায়েক বা সিকিমে ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা তা মেনে নেয়নি। অন্যদিকে কৃষক আন্দোলনে কেন্দ্রের সরকারের অনমনীয় মনোভাব শিরোমণি আকালি দলের কাছে বিজেপির নীতিগত ছবি স্পষ্ট করে দিয়েছে।

শুক্রবার শিরোমণি আকালি দলের দলীয় বৈঠকের পরই আভাস পাওয়া গিয়েছিল লোকসভা ভোটে তারা বিজেপির হাত ধরবে না। কৃষকদের দাবি নিয়ে বারবার বৈঠক করেও তাতে আমল দেয়নি বিজেপি। এমনকি আন্দোলনে গ্রেফতার শিখ বন্দিদের মেয়াদের পরেই জেল থেকে মুক্তি দেওয়া হয়নি। রাজনীতির থেকে দলীয় আদর্শকে সম্মানের স্থানে রেখে বিজেপির হাত ছাড়ল তারা।