রুদ্রনীলের রং বদল! বিজেপির ৭৭টি whatsapp গ্রুপ থেকে সরলেন অভিনেতা

0
3

মন ভাঙলো নাকি ইচ্ছে পূরণ হলো না বলেই দূরে সরে যেতে চান? এবার কি তবে পদ্মের হাত ছেড়ে ছাড়তে চলেছেন? রাজনৈতিক মহলে আলোচনার শিরোনামের রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। কারণ একটাই, একের পর এক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা। লোকসভা নির্বাচনে (Loksabha Election) টিকিট না পেয়ে কি সিদ্ধান্ত নিলেন রুদ্র (Rudranil Ghosh)। চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরই বিজেপির (BJP) প্রায় সব গ্রুপ থেকে বেরিয়ে গেলেন রুদ্র! তাহলে কি আবার রং বদল করছেন অভিনেতা?

রাজ্যের ৪২ আসনে প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে বিজেপি। এখনও ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূম লোকসভা কেন্দ্রে পদ্মের মুখ হয়ে কারা দাঁড়াবেন তা নিয়ে দোটানায় গেরুয়া শিবির। এর মাঝেই দলের প্রায় ৭৭ টা গ্রুপ থেকে এই গ্রুপ ‘এক্সিট’ করে গেলেন রুদ্রনীল ঘোষ। দল প্রার্থী না করায় অভিমানী রুদ্র সাফাই দিতে গিয়ে বলছেন অন্য কথা। বিজেপি নেতা বলছেন, একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁকে অ্যাড করার কারণে ফোনের মেমরি ভিডিও আর মেসেজে ভরে যাচ্ছিল। তাই খানিকটা বাধ্য হয়েই নাকি তিনি গ্রুপ ছাড়লেন! সত্যি কি তাই? রুদ্রনীলের রং বদলের কথা কারোর অজানা নয়। যদিও দলবদলের জল্পনায় আপাতত জল ঢেলেছেন অভিনেতা নিজেই। বলছেন, টিকিট না পাওয়ায় অভিমান হয়েছে কিন্তু আপাতত দলের নির্দেশ মেনে সব কাজ করে যেতে যান। অনেক গ্রুপ থেকে সরে গেলেও এখনও পদ্ম শিবিরের ১০-১২ টি whatsapp গ্রুপের সঙ্গে যুক্ত আছেন বলেও দাবি করেছেন রুদ্রনীল।