প্রয়াত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ

0
1

বার্ধক্য জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ ৮:১৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। ২০১৭ সালে রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ হন। গত কয়েক রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা চলছিল। মহারাজের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে হাসপাতালেও দেখতে যান। মঠ সূত্রে খবর আজ রাত এগারোটা নাগাদ তাঁর মরদেহ বেলুড় মঠে নিয়ে আসা হবে। সারারাত ভক্তদের জন্য খোলা থাকবে মঠের দরজা। বুধবার রাত নটায় অধ্যক্ষ মহারাজের শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯২৯ তাহলে তামিলনাড়ুতে জন্ম স্বামী স্মরণানন্দ মহারাজের। সাত বছর ধরে (২০১৭ সালের ১৭ জুলাই থেকে) রামকৃষ্ণ মঠ মিশনের ষোড়শ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলেছেন। দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত এবং বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। ৯৫ বছর বয়সে জীবনাবসান।