বিধানসভা হোক পঞ্চায়েত কিংবা পুরভোট, মন পসন্দ প্রার্থী না হলেই হুমায়ুন কবীর বারে বারে “বিদ্রোহী” হয়ে ওঠেন! লোকসভা ভোটের আগেই তার ব্যতিক্রম হয়নি। গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল বহরমপুরের প্রার্থী হিসেবে তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণার পরই ফের বিদ্রোহী হয়েছিলেন হুমায়ুন।

প্রয়োজনে নির্দল হয়ে দাঁড়ানোর হুশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন হুমায়ুন। তবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বরফ গলে। একশো আশি ডিগ্রি ঘুরে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ইউসুফ বহরমপুরের মাটিতে পা রাখার দিন থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েন হুমায়ুন।
দোলের দিন রীতিমতো আবির মেখে দলীয় প্রার্থী ইউসুফ
পাঠানের সমর্থনে রঙিন প্রচার করলেন হুমায়ুন। শপথ নিলেন অধীর চৌধুরীকে হারানোর। স্থানীয় শক্তিপুর প্রতাপ সংঘের মাঠে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে আবির খেলে ইউসুফ পাঠানের হয়ে প্রচার করলেন ভরতপুরের তৃণমূল বিধায়কও। সবমিলিয়ে ইউসুফকে সামনে রেখে লোকসভা ভোটের আগে তৃণমূলে সুখের সংসার!







































































































































