এবার বিস্ফোরণে দক্ষিণ দিনাজপুরের বাসুরিয়াতে আহত তিন শিশু। বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। তদন্তে পুলিশ। জানা গিয়েছে , রবিবার রাতে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের গোটাহার এলাকায় সৌমজিৎ দত্ত, দেবজিৎ দত্ত, পাপাই দত্ত খেলা করছিল। সেই সময় ব্যাটারি জাতীয় কোনও কিছুতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে ধোঁয়াও দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারাই আহত ৩ জনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। আহত শিশুদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি দুজন গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন।