উপহার নয়, বিয়ের কার্ডে মোদিকে ভোট দেওয়ার আর্জি পাত্রর বাবার!

0
3

লোকসভা ভোটের আবহে বিয়ের আমন্ত্রণ পত্রেও রাজনীতির ছোঁয়া। ছেলের বিয়েতে অতিথিদের পাঠানো কার্ডে বাবার আর্জি, “কেউ উপহার আনবেন না। মোদিকে ভোট দিলে সেটাই হবে আমার ছেলের বিয়ের সেরা উপহার!” এমনই অদ্ভুত তেলঙ্গনার সাঙ্গারেডিতে। বিয়ের সেই কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কার্ডের কভারে লেখা সাই কুমার এবং মহিমা রানির বিয়ে। আগামী ৪ এপ্রিল বিয়ের অনুষ্ঠান। সাই কুমারের বাবা ননীকান্ত নরসিমহালু কার্ডের বার্তাটি ছাপিয়েছেন। শুধু তাই নয়, তিনি এই বার্তাটির মাধ্যমে প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রতি আস্থা ভরসা প্রকাশ করেছেন পত্রের বাবা। এবং তিনি নরেন্দ্র মোদি ও বিজেপির অন্ধভক্ত হিসেবেই স্থানীয় এলাকায় পরিচিত। কিন্তু ছেলের বিয়ের কার্ড এমন বার্তা দেবেন, সেটা সম্ভবত কেউ ভাবতে পারেনি!

আরও পড়ুন-আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা! দোলে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের